ভ্যাকসিন অর্গানাইজার


নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন 

Natun Projonmo Uddakta Unnayan Foundation

স্মারক নং: নতুন/প্রজন্ম/ইপিআই/রাজ.28/05/২3                                                                                                                                                               তারিখ: 28 /05/২০২3

নিয়োগ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন (রেজিঃ নং- সমাজসেবা অধিদপ্তর: ঢ-০৯২৩৪ ও মহিলা বিষয়ক অধিদপ্তর: ঢাক/৫৮০/২০২২) সারা বাংলাদেশ ব্যাপি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত স্বারক নং- অধিঃ/প্রাঃ/স্বাঃ/টিকাঃ২০২১/২৯০ ইপিআই কর্মসূচির বাহিরে  নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন রাজবাড়ী জেলায়  ইপিআই এর আওতার বাইরে টিকা প্রদান এবং টিকাদান বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম”  পরিচালনা করার লক্ষ্যে সৎ, পরিশ্রমী, উদ্যোমী, উপযু্ক্ত  প্রার্থীদের নিকট হইতে নিম্নলিখিত পদে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।

ক্রমিক নং

পদের নাম

কর্ম এলাকা

শিক্ষাগত যোগ্যতা

বয়স সীমা

অভিজ্ঞতা

পদের সংখ্যা

বেতন / ভাতা

০১

ভ্যাকসিন অর্গানাইজার

নিজ এলাকা

এইচ. এস. সি/ডিপ্লোমা/ প্যারামেডিকস

২০-৬০

প্যারামেডিকস ও ইপিআই এবং স্বাস্থ্য ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪২ জন

কমিশন ভিত্তিক

মোট

৪২ জন

 

 

আবেদনের শর্তাবলী:

1.       আগ্রহী প্রার্থীরা https://natunprojonmouddakta.org/career লিংকে গিয়ে আবেদন করতে পারবেন।

2.      অথবা আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত সহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ পদের নাম উল্লেখ করে ই-মেইল ([email protected]) এর মাধ্যমে আবেদন করতে হবে।

3.     অথবা আবেদন পত্রের সাথে জীবন বৃত্তান্ত সহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের অনুলিপি, চারিত্রিক সনদপত্রের সত্যায়িত অনিুলিপি সহ সরাসরি শাখা অফিসে জমা দেওয়া যাবে।

4.       আবেদনের শেষ তারিখ আগামী 10/06/২০২৩ ইং

5.      আবেদনকারীকে অবশ্যই রাজবাড়ী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না।   

6.      প্রাথমিক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় কেবলমাত্র উপযু্ক্ত প্রার্থীগণকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পত্র/ইমেইল/ মোবাইলের মাধ্যমে জানানো হবে।

7.      লিখিত ও মৌখিক পরীক্ষার জন্যে প্রার্থীকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 

8.      অতিরিক্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য ।

 

9.      কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ এ নিয়োগ আদেশ সংশোধন, এবং স্থগিত করার ক্ষমতা সংরক্ষন করে ।  

 

বরাবর,

শাখা অফিস:

বাসা নং: ১২০, ওয়ার্ড নং-০৬, টি.এন.টি পাড়া, সজ্জনকান্দা,

রাজবাড়ী সদর, রাজবাড়ী।  

মোবাইল: ০১৭৮৪ ১৩৫ ১৯৮, ০১৩০৫ ২১৮ ২৯৮ ।

© Copyright 2022 Natun Projonmo Uddakta Unnayan Foundation (NPUUF)
Powered by: NPUFF