What We Do

OUR APPROACH

v  Creating social and national awareness to motivate and encourage the new generation the objectives for building their carrier as entrepreneurs and new business creation. This process could be applied through appropriate dialogues, advocacy, mutual understanding and proactive programs, seminars, workshop both in public and private universities, colleges, academic institutions and other appropriate social boxes in the country.

v  provide on-demand skills development training and multi-faceted business support services to the new generation, especially the educated unemployed who are eager to establish their careers as entrepreneurs and entrepreneurs instead of jobs.

v  Organize Need Based Capacity Building Training programs in different fields, sectors, sub-sectors of SMEs, micro-enterprises and graduate level micro-enterprises.

v  Facilitate Package Need based Training programs for the new generation who wish to build their carrier as entrepreneurs or wish to star new business in different industrial, social and service sectors.

v  Establish Model Enterprises, Model Entrepreneurs and Model Polli (Model Industrial Parks) as benchmark by giving technical panel of advice & consultancy services; So that the other potential enterprises or group of enterprises would get opportunity to follow the best-practices of the model firm/enterprises and entrepreneurs.

v  Organize and implement different natures of social development works/programs specially under the categories of under pre village, vulnerable societies and different nature of social.

v  Provide basic learning of computer and ICT educations/training so that the new generation may come into the process of ICT revolution methodically and systematically.

CURRENT PROJECTS

শিশু বিকাশ কেন্দ্র, রাজবাড়ী
শিশু বিকাশ কেন্দ্র, রাজবাড়ী
    আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত দেশের কান্ডারী। এই শিশুদের সামগ্রিক বিকাশ ও তাদের সুস্থ্য স্বাভাবিক জীবনযাপনের লক্ষ্যে নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক রাজবাড়ী জেলায় ২০১৪ সালে প্রতিষ্ঠা করা হয়েছে শিশু বিকাশ কেন্দ্র। পরিবারে একটি শিশুর জন্মের সাথে সাথে জন্ম হয় একজন মা-বাবার ও। যারা শুধুমাত্র শিশুটির ভালো থাকা নয় শিশুটির সুন্দর জীবন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু সব শিশু স্বতন্ত্র , অনন্য, সবার বেড়ে উঠা, নিজেকে গড়ে তোলা, নিজেকে প্রকাশ করা সব কিছুই আর দশ জনের মতো হবেনা এটাই স্বাভাবিক। এজন্য প্রতিটি শিশুর প্রয়োজন বিশেষ যত্ন, মানষিক ও শারিরিক স্বাস্থ্য সেবা, সহযোগিতা যা তাকে ঠিক তার মতো করে গড়ে উঠতে সাহায্য করে। শিশুদের একটি সুন্দর জীবন উপহার দেয়ার জন্য গড়ে তোলা হয়েছে শিশু বিকাশ কেন্দ্র। সেই সাথে শিশুদের মায়েদের বিভিন্ন আত্ন-কর্মসংস্থানের জন্য বহুমূখী প্রশিক্ষণ প্রদান করা হয়। সেই সকল পিছিয়েপড়া সুবিধাবঞ্চিত নারীদের জীবন যাত্রার মান উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে বহুমূখী কর্মকান্ড পরিচালনা করা। শিশু বিকাশ কেন্দ্রে বর্তমানে ৮২ (বিরাশি) জন শিশু রয়েছে। চার টি বিভাগে শিশুদেরকে পরিচর্যা করা হয়। বিশু বিকাশ কেন্দ্রের উদ্যোগে গত ১৭ই মার্চ ২০২৩ রোজ শুক্রবার রাজবাড়ী ফুড পার্ক সম্মেলন কক্ষে শিশু বিকাশ কেন্দ্র (শিবিক সম্মাননা স্মারক ২০২৩) আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হোসনেয়ারা খাতুন , অধ্যক্ষ , রাজবাড়ী সরকারী কলেজ । উক্ত সম্মাননা স্মারক অনুষ্ঠানের মাধ্যমে ৭ জন বিশেষ ব্যাক্তিত্বকে সম্মানান স্মারক প্রদান করা হয় সামাজিক উন্নয়ন মূলক অবদানের জন্য। নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত শিশু বিকাশ কেন্দ্র এর মাধ্যমে শিশু এবং নারীদের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।  প্রাথমিক শিক্ষা ও নৈতিক শিক্ষা প্রদান ও শিশুর মেধা বিকাশ।  শিশুর শারিরিক ও মানষিক বিকাশ।  বুদ্ধিবৃত্তিক বিকাশের ক্লাস।  শিশুর ভাষা বিকাশ।  শিশুদের সামাজিক মূল্যবোধ ও দায়িত্ববোধ শেখানো।  সৃজনশীলতা, ফিটনেস, সামাজিকীকরণ।  সাতার ও সাইক্লেলিং শেখানো হয়।  শিক্ষামূলক গেম, সঙ্গীত, শিল্প।  শিশুদের সমাজ ও জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে যোগ্য ও উপযুক্ত করার লক্ষ্যে বহুমুখী কর্মসূচি পরিচালনা করা।  মায়েদের সমাজ কল্যাণমূলক কাজে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচি ও কার্যক্রম পরিচালনা করা।  উৎসাহী নারী সম্প্রদায় অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে সমাজ ও জাতীয় উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত করা।

রাজবাড়ী জেলায় “ইপিআই আওতার বাহিরে টিকা প্রদান ও টিকাদান বিষয়ে সচেতনামুলক কার্যক্রম”
রাজবাড়ী জেলায় “ইপিআই আওতার বাহিরে টিকা প্রদান ও টিকাদান বিষয়ে সচেতনামুলক কার্যক্রম”
    নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশের জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষে রাজবাড়ী জেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত “ইপিআই এর আওতার বাইরে টিকা প্রদান এবং টিকাদান বিষয়ক সচেতনতা মূলক কার্যক্রম” (যাহার স্মারক নং-স্বাস্থ্য অধিদপ্তর স্বারক নং- স্বাঃঅধি/প্রাঃস্বঃপঃ/এনজিও/২০২১/২৯০, তারিখ ১৬/১০/২০২২) পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য অধদিপ্তর ঢাকা এর অনুমোদন সাপক্ষেে রাজবাড়ী জলো সভিলি র্সাজন র্কতৃক অনুমোদন পত্র (যাহার স্মারক নং: সএিসআর/ইপআিই-শাখা/২০২২/৮৫২৫ তারখি: ২৬/১২/২০২২) প্রাপ্ত হয়ছে। উক্ত কার্যক্রম এর মাধ্যমে রাজবাড়ী জেলার জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং টিকার মাধ্যমে সুস্থ্য জীবন যাপনের আওতায় আনার প্রচেষ্টা করা হচ্ছে।

``Natun Nari Uddakta Srijon & Attokormo songsthan Er Lokhe Bohumukhi Patjat Ponno Uttpadan" Project
``Natun Nari Uddakta Srijon & Attokormo songsthan Er Lokhe Bohumukhi Patjat Ponno Uttpadan" Project
    Since 2019, Natun Projonmo Uddakta Unnayan Foundation has been implementing a project on Diversification of Jute Under Department of Women Affairs. 4950 Women are getting training on by this project. DURATION: July , 2019 - June , 2022 LOCATION: Mymensingh, Jamalpur, Sherpur, Netrokona & Faridpur. DONOR: Department Of Women Affairs (DWA).

Skill Development
Skill Development
    Training On Jute Diversification. Department : Department Of Women Affairs

© Copyright 2022 Natun Projonmo Uddakta Unnayan Foundation (NPUUF)
Powered by: NPUFF