Media Coverage


29/01/2023
“নতুন ব্যবসা সৃষ্টিকরণ” বিষয়ক প্রশিক্ষণ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন(এসএমই) এবং নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে নতুন প্রজন্মকে উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে “নতুন ব্যবসা সৃষ্টিকরণ” বিষয়ক ০৫ দিন ব্যাপি একটি প্রশিক্ষণ রাজবাড়ী জেলা চেম্বার অব-কর্মাস এন্ড ইন্ড্রাস্ট্রি ভবনে গত ২০-২৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের আওতায় মোট-৩০ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করেন নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন‘র চেয়ারম্যান সাগুফতা সুলতানা। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন, এসএমই ফাউন্ডেশন‘র প্রশিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান ও শারমিন আক্তার। নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন‘র চেয়ারম্যান সাগুফতা সুলতানা বলেন, নতুন প্রজন্মকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী হিসেবে গড়ে তোলাই ছিল এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। তারা এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে ভবিসৎতে উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।...Read more


31/10/2021
ময়মনসিংহে নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন শীর্ষক কর্মসূচির প্রশিক্ষণার্থদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও সনদপত্র বিতরণ

ময়মনসিংহে নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন শীর্ষক কর্মসূচির প্রশিক্ষণার্থদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার দুপুরে নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ( গ্রেড-১)। অনুষ্ঠানের আয়োজনে ছিল “নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন ” কর্মসূচি মহিলা বিষয়ক অধিদপ্তর এবং নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইসরাত , জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌসী বেগম। প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ( গ্রেড-১) বলেন হারিয়ে যাওয়া পাটকে আবার সোনালী দিনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। পাটের বহুমূখী উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ ঘটবে। পাশাপাশি পরিবেশের ক্ষতিকর দিক ও দিনে দিন কমিয়ে আনা যাবে।...Read more


28/12/2021
Fair by NPUUF

A Fair Was organized at the premises of Department of Women Affairs from 26 December to 30 December ( Three Days ) on the initiative by Department of Women Affairs & Natun Projonmo Uddakta Unnayan Foundation. As the Chief Guest the fair was inaugurated by Honorable State Minister of Women and Children Affairs Mr. Fazilatun Nesa Indira MP.Mr. Md. Sayedul Islam, Secretary, Ministry of Women and Children Affairs was present as Special Guest . Mr. Ram Chandra Das, Director General (Grade-1) of the Department of Women's Affairs was presided over the fair. Mr. Farida pervin, Additional Secretory, Ministry of Women and Children Affairs, Mr. Monoara Eshrat Director (Joint Secretory), Department of Women Affairs, Farhana Akhtar, Research Officer ( Planing) & Project Director ( Natun Nari Uddakta Srijon O Attokormo Songsthaner Lokhe Bohumukhi Patjat Ponno Uttpadan) were Present. Sagufta Sultana, Chairman Of Natun projonmo Uddakta Unnayan Foundation was also Present. Invited guests visited the fair and expressed satisfaction over the products produced by the entrepreneurs. He pointed out the need to hold such fairs in future and gave instructions to continue it Ekattar TV and Mashranga TV was broadcast the fair....Read more

© Copyright 2022 Natun Projonmo Uddakta Unnayan Foundation (NPUUF)
Powered by: NPUFF