নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন কর্মসূচির সমাপনী কর্মশালা

সমাপনী কর্মশালা
22/06/2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর এর বাস্তবায়নে এবং নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর সহযোগীতায় “ নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী কর্মশালাটি মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকার মাল্টিপারপাস হলরুম, ৫তলায় গত ২২/০৬/২০২২ রোজ বুধবার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: হাসানুজ্জামান কল্লোল, মাননীয় সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত সচিব, (অফিস প্রশাসন উইং), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ডাঃ আ.এ.মো. মহিউদ্দিন ওসমানী, অতিরিক্ত সচিব, (অফিস         কার্যক্রম অনুবিভাগ), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব, (অফিস উন্নয়ন, পরিকল্পনা ও পরিসংখ্যান অনুবিভাগ), মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মো: তরিকুল আলম, প্রকল্প পরিচালক, আইজিএ প্রশিক্ষণ প্রকল্প ( অতিরিক্ত সচিব ),মহিলা বিষয়ক অধিদপ্তর।

উক্ত অনুষ্ঠানে #সভাপতিত্ব করেন  জনাব ফরিদা পারভীন, মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা।

এছাড়াও অতিথি হিসেবে উপস্তিত ছিলেন জনাব মনোয়ারা ইশরাত, পরিচালক,(যুগ্মসচিব),মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা।

উপস্তিত ছিলেন ফারহানা আখতার, কর্মসূচির পরিচালক “ নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন” প্রশিক্ষণ কর্মসূচি। এছাড়াও উপস্থিত ছিলেন সাগুফ্‌তা সুলতানা, চেয়ারম্যান , নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন।

উপস্থিত অতিথিবৃন্দ উক্ত কর্মসূচির #সফলতায় সন্তোষ্ট হয়ে পরবর্তী পর্যায়ে কর্মসূচিটি #প্রকল্প হিসেবে বাস্তবায়ণের ব্যপারে আগ্রহ প্রকাশ করেছেন।

 

 

© Copyright 2022 Natun Projonmo Uddakta Unnayan Foundation (NPUUF)
Powered by: NPUFF