বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

Training Pic
31.01.24

✅জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের আওতায় জয়িতা ফাউন্ডেশন এর আয়োজনে এবং নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর বাস্তবায়নে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন বিষয়ক ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ রাজবাড়ী জেলায় নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর জেলা কার্যালয়ে গত ২২-৩১ জানয়ারি ২০২৪ তারিখে আয়োজন করা হয় ।
✅উক্ত প্রশিক্ষণটি ভার্চুয়ালি উদ্বোধন করেন জয়িতা ফাউন্ডেশনের সক্ষমতা বিনির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব শেখ মুহাম্মদ রেফাত আলী।
✅প্রশিক্ষণটির সার্বিক নির্দেশনা প্রদান করেন নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান সাগুফতা সুলতানা।
✅ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদেরকে প্রশিক্ষণ যন্ত্রপাতি প্রদান করা হয়।
✅প্রশিক্ষণ এর আওতায় আগ্রহী নারীদেরকে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন শেখানো হয়। উক্ত প্রশিক্ষণে ২০ জন নারী অংশগ্রহন করেন।

© Copyright 2022 Natun Projonmo Uddakta Unnayan Foundation (NPUUF)
Powered by: NPUFF