নেত্রকোণা জেলায় সনদপত্র ও উদ্বোধনী অনুষ্ঠান

সনদপত্র প্রদান
04/06/2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর এর বাস্তবায়নে এবং নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর সহযোগীতায় “ নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির ২০২১-২০২২ অর্থ বছরের চতুর্থ কোয়ার্টারের ১০ দিন ব্যাপী প্যাকেজ প্রশিক্ষণের শুভ উদ্বোধন, তৃতীয় কোয়ার্টারের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং প্রশিক্ষণার্থীদের উৎপাদিত পণ্য প্রদর্শন অনুষ্ঠানটি নেত্রকোণা জেলার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গত ০৪/০৬/২০২২ রোজ শনিবার অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদা পারভীন , মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব  মনোয়ারা ইশরাত, পরিচালক,(যুগ্মসচিব),মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকা। 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জনাব অঞ্জনা খান মজলিশ, জেলা প্রশাসক, নেত্রকোণা।

উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার মহিলা বিয়য়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনিন সুলতানা এবং উক্ত কর্মসূচির পরিচালক ফারহানা আখতার।

এছাড়াও উপস্থিত ছিলেন নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাগুফ্‌তা সুলতানা। 

উপস্থিত সকল অতিথি উক্ত কর্মসূচির সাফল্য কামনা করেন

© Copyright 2022 Natun Projonmo Uddakta Unnayan Foundation (NPUUF)
Powered by: NPUFF