রাজবাড়ী

Vaccination Project

রাজবাড়ী জেলায় “ইপিআই আওতার বাহিরে টিকা প্রদান ও টিকাদান বিষয়ে সচেতনামুলক কার্যক্রম”

নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশের জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষে রাজবাড়ী জেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক অনুমোদিত “ইপিআই এর আওতার বাইরে টিকা এবং টিকাদান বিষয়ক সচেতনতা মূলক কার্যক্রম” (যাহার স্মারক নং-স্বাস্থ্য অধিদপ্তর স্বারক নং- স্বাঃঅধি/প্রাঃস্বঃপঃ/এনজিও/২০২১/২৯০, তারিখ ১৬/১০/২০২২) পরিচালিত হবে। স্বাস্থ্য অধদিপ্তর ঢাকা এর অনুমোদন সাপক্ষেে রাজবাড়ী জলো সভিলি র্সাজন র্কতৃক অনুমোদন পত্র (যাহার স্মারক নং: সএিসআর/ইপআিই-শাখা/২০২২/৮৫২৫   তারখি: ২৬/১২/২০২২) প্রাপ্ত হয়ছে।

উক্ত কার্যক্রম এর মাধ্যমে রাজবাড়ী জেলার জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং টিকার মাধ্যমে সুস্থ্য জীবন যাপনের আওতায় আনা হবে। কার্যক্রমটির মাধ্যমে রাজবাড়ী জেলার জনগোষ্ঠী সহজলভ্যে নির্ধারিত টিকার আওতাভুক্ত হবে।

© Copyright 2022 Natun Projonmo Uddakta Unnayan Foundation (NPUUF)
Powered by: NPUFF