নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন শীর্ষক কর্মসূচির প্রশিক্ষণার্থদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও সনদপত্র বিতরণ

প্রদর্শনী ও সার্টিফিকেট বিতরণ
31/10/2021

ময়মনসিংহে নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন শীর্ষক কর্মসূচির প্রশিক্ষণার্থদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও সনদপত্র বিতরণ করা হয়েছে।  ২৯ অক্টোবর ২০২১ শুক্রবার দুপুরে নগরীর টাউনহল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ( গ্রেড-১)। অনুষ্ঠানের আয়োজনে ছিল “নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন ” কর্মসূচি মহিলা বিষয়ক অধিদপ্তর এবং নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন ।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক মনোয়ারা ইসরাত , জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌসী বেগম। প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক রাম চন্দ্র দাস ( গ্রেড-১) বলেন হারিয়ে যাওয়া পাটকে  আবার সোনালী দিনে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে। পাটের বহুমূখী উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ  ঘটবে। পাশাপাশি পরিবেশের ক্ষতিকর দিক ও দিনে দিন কমিয়ে আনা যাবে।

© Copyright 2022 Natun Projonmo Uddakta Unnayan Foundation (NPUUF)
Powered by: NPUFF