“ফাস্টফুড প্রিপারেশন এন্ড বেকিং” প্রশিক্ষণ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন সারাদেশ ব্যাপি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন উদ্যোক্তা সৃজন এবং উদ্যোক্তা উন্নয়নে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলায় ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ে “ফাস্টফুড প্রিপারেশন এন্ড বেকিং” ট্রেডে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
উক্ত প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে খুব সহজেই বানিজ্যক ভাবে উন্নতমানের খাবার তৈরী যায় তা হাতে কলমে শেখানো হবে।
উক্ত ট্রেডে প্রশিক্ষণের বিষয় সমূহ:
| 
 • বার্গার  | 
 • পাফ পেটিস  | 
| 
 • পিজ্জা  | 
 • স্যান্ডউইচ  | 
| 
 • শর্মা  | 
 • মেয়োনিজ  | 
| 
 • বিস্কুট, কুকিজ,  | 
 • প্যান কেক  | 
| 
 • পাউন্ড কেক  | 
 • স্পন্জ কেক  | 
| 
 • বার্থডে কেক  | 
 
  | 
প্রশিক্ষণ সিডিউল ও অন্যান্য :
• প্রশিক্ষণ ফি-: ৪০০০ টাকা মাত্র। (২০০০ টাকা অগ্রীম প্রদান করে রেজিস্ট্রেশন করতে হবে।
বিকাশ অথবা নগদ নম্বর : ০১৭২৬-৩৯১ ০০০)।
• আসন সংখ্যা: ৩০ জন ।
• প্রশিক্ষণ তারিখ: ২৬ - ২৯ সেপ্টেম্বর-২০২২ ।
• প্রশিক্ষণ মেয়াদ: ০৪ দিন (সকাল ১০ টা থেকে বিকাল ০৫ টা পর্যন্ত)
• প্রশিক্ষণ চলাকালীন সকালের নাস্তা এবং দুপুরের খাবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সরবরাহ করা হবে।
• প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
• ব্যবসা সংক্রান্ত সহযোগীতা প্রদান কর হবে।
• ছেলে মেয়ে উভয়ই অংশগ্রহন করতে পারবে।
স্থান: নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন ট্রেনিং সেন্টার।
১৫৯, পিসি কালচার হাউজিং সোসাইটি, রোড নং-৬, শ্যামলী স্কয়ারের পিছনে, শ্যামলী, ঢাকা-১২০৭। (আশা ইউনিভার্সিটির পিছনে, শ্যামলী পার্কের কর্নারে পানির পাম্প থেকে ৫০ গঞ্জ পশ্চিমে)
আগ্রহী প্রশিক্ষণার্থীগণ আগামী ২২ সেপ্টেম্বর -২০২২ এর মধ্যে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে ফাউন্ডেশনের মেইলে মেইল করুন অথবা পেজে মেসেজ করুন। বিস্তারিত জানতে ফোন করুন।
মেইল: [email protected]
ফেসবুক পেজ: facebook.com/npuuf
মোবাইল: ০১৭২৬-৩৯১ ০০০, ০১৭৭৮-৮৬৭ ০৪৬