CLOSING CEREMONY OF JUTE TRAININGS IN SHERPUR

Closing ceremony In Sherpur
17/01/2022

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তর এর বাস্তবায়নে এবং নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন এর সহযোগীতায় “ নতুন নারী উদ্যোক্তা সৃজন ও আত্ন-কর্মসংস্থানের লক্ষ্যে বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন” শীর্ষক কর্মসূচির আওতায় বহুমূখী পাটজাত পণ্য উৎপাদন এর উপর ০৫ দিন স্বল্পমেয়াদী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান গত ১৭/০১/২০২২ তারিখে শেরপুর জেলার আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলে অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষক সুমাইয়া ইতি এবং ট্রেনিং কো অর্ডিনেটর তানজিম আক্তার।

© Copyright 2022 Natun Projonmo Uddakta Unnayan Foundation (NPUUF)
Powered by: NPUFF